লোক সংগীত
বাঙালির গোলা ভরা ধান আর গলায় গলায় গান-এমন একটা প্রবাদপ্রতিম কথা লোকগীতির আলোচনা প্রসঙ্গে প্রায়শই বলা হয়৷ অতিরঞ্জন থাকলেও একথা একেবারে মিথ্যে নয় যে, অতীতে বাংলাদেশে প্রায় হাজার জাতের ধান ফলতো৷ সেসব ধান এখন আর নেই৷ ধানের সাথে বাঙালির কতরকম গানও যে হারিয়ে গেছে তার খবর ক'জন রাখে? কোনো কোনো গবেষকের মতে প্রায় দু'শো পঞ্চাশ রকম লোকগানের নাম পাওয়া যায়৷ দু'শো তো দূরের কথা, এখন পঞ্চাশটি গানেরও প্রচলন নেই৷ ভাটিয়ালি-ভাওয়াইয়া, জারি-সারি, বাউল-মুর্শিদি, মারফতি, কবিগান, কীর্তন-এরকম প্রধান কয়েকটি লোক সংগীতের নাম একসঙ্গে উচ্চারিত হলেও এর সবকটি ধারা কিন্তু এখন সমানভাবে বহমান নয়৷
7 comments